"রোহিঙ্গাদের কথা"
------------------------------
* রাখাইনের থাবায় রোহিঙ্গা মুসলিম
       আজ ঘর বাড়ি ছেড়ে
            নির্সাবনে যা,
লাশের গন্ধে হচ্ছে বাতাস দূষিত
    বিপন্নতা নেমে এলো বিবেক দুয়ারে
     শেয়াল শকুনে তাজা লাশটা
          মাস্তি করে খা।
নরপশুদের নির্যাতনের আলোকচিত্রটা আজ
       ভস্ম মাঝারে ফুটে,
নির্ভীক আর্তনাদের বজ্রকন্ঠে রক্তরঞ্জিত
  কভু মুক্তি-স্বাধীন দুর্নিবার হয়ে
      সুখ কপোলে নাহি জোটে।
প্রতীক্ষায় এ প্রহর অনির্বাণ
  মুক্তির শিখা নিভি নিভি করে
        তবু নিভে যাচ্ছে ,
মৃত মায়ের স্তনের দুগ্ধ অবুঝ শিশুটা
    তবু খিদের জ্বালায় খাচ্ছে।
কোথা হে গেল হারিয়ে আজ
        বিশ্ব মানবতা,
নিঝুম রাতে তৃষ্ণা বুকে নিয়ে শুনি
     চাতক পাখির কথা।
হঠাৎ ঢেউ ওঠেছে রক্তস্রোতে
     খুনি মৃত্যুঞ্জয়ীর শব্দ,
পত্রিকার শিরোনামে খবর লুটেছে
  হয়ে মর্মান্তিক কালে জব্দ।
চল অত্যাচারীর প্রাসাদ ভেঙ্গে আজ
      বাংলা প্রান্তে যাই,
কি দোষেতে দোষী হইলাম তা
    বিবেক জানতে চাই।
আছি আমরা রোহিঙ্গা শরণাপন্ন হয়ে
          বিশ্ব দরবারে,                        
কভু মানুষ হইয়া মানুষের আদালতে            
    আমরা বিচার নাহি পাই?


  ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......