দুর্বোধ্য প্রতিজ্ঞায় পৃথিবীতে ব্যর্থ প্রাণ হয়ে
       কভু আমি ধ্বংসের ধার প্রান্তে
স্বদেশের সীমানায় মুষ্টিবদ্ধ কলম হাতে
   বিবেকের সন্ধানে রক্তাক্ত এক প্রহরী।
আজি জেনে রাখো হে পৃথিবীর মহা মানবেরা
    কবিতার স্নিগ্ধতায় ভীরু কাপুরুষ.  
        অনাসৃষ্টি  কিন্তু আমি নই!        
ব্যার্থতা হল ধৈর্যের অবসান            
       জীবনের কিছু গান                    
         রূক্ষ শুষ্ক অশ্রুজলে।              
আমার মৃত্যুহীন জ্বলন্ত প্রাণ            
   বিধাতার প্রেমোজ্জ্বলে সফলতার দান।
   হৃদয় সান্ত্বনায় মূর্তশিহরণে            
একথাটা বারবার আমার বিশ্বাস বলে।.  
  আমি কবিগুরুদের আশীর্বাদে            
         সুদীর্ঘ মৌনতায়                    
জগতে হতে এসেছি কবি ও কবিতার.      
      এক অনন্য উত্তরাসূরি,                
আমার প্রার্থনা শুনো হে বিধাতা              
        চির মৈত্রীর বাণী,                
পৃথিবীকে বিনয়ী কণ্ঠে আমি জানি
দুঃশাসনের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
     লোভপীড়িত মানবের বিরুদ্ধে        
  আমিই সেই রক্তাক্ত এক প্রহরী।