* অবহেলার চাদরে মোড়ানো জিবন আমার


        পায় না সুখের নীড়,                        


আজ ও সুখের রাজ্যে নিঃস্তব্ধতা বিরাজমান


    প্রতিক্ষায় থেকে ও দেখা মিলে না সুখের    


     বহু কাঙ্গালের উপচে পড়া ভিড়,        


তাইতো আমি দূর পথের অজানাতে থামি    


     তবুও পাই না সুখের তীর।                  


আমি কাঙ্গাল অধম বাঙ্গাল আজও          


      অশ্রুতে গড়ি আশা,                        


যেখানে মিশে আছে মাতৃপ্রেমের অক্ষুণ্ণতা


      রমনীর ভালবাসা।                      


সমাজপন্থী চারপাশেতে আসে সহসাই


        অপবাদের ঝড়,                          


অবিশ্বাসের ছায়াপথে ছুটে চলে রমনী        


    আমায় নিঃস্ব করে পর।                        


আমার হতাশগ্রস্ত কাব্য শৈলীবদল।          


       পূর্ণতার খুঁজে নথী,                                


আমি রমনীর প্রেমে মত্ত্ব মাতাল।                    


    এখন আধারে খুঁজি গতি।                    


প্যারায় থেকে থেকে মস্তিষ্কটা              


     করছে না যে কাজ,                            


নাকি ভালবাসা বঞ্চিত মানব হয়ে আমি    


     মরবো তবে আজ।                                  


সময় ভালবাসার মগ্ন বিভোরে খুঁজে না


     গৃহত্যাগীর আশা,                        


অবহেলার চাদরে মোড়ানো জিবন আমার


     হারিয়েছি আমি নির্মমতায়                


       রমনীর ভালবাসা।