* রক্তাক্ত রক্তিম শেষ সূর্যাস্তের রঙ্গে    
    আমি দেখেছি মৌনমেলা,            
    শুধুই মুখচ্ছবি তোমার জন্মেই মৃত
    স্রোতস্বিনী, প্রেমিকের খেলা।
    কিংবদন্তী এই নিভৃত জীবন              
    এক অপমানের গ্লানি ,            
    কুৎসিত মৌন মিঠিয়ে যৌন            
    সূদুরের স্বপ্নখানি।                    
    আমি স্বচ্ছন্দে ভিজিয়ে নিতে পারি      
    ব্যর্থতার হরদম পেয়ালা,      
    আনন্দধারায় গানের নদীতে বাজিয়ে যেতে
    করুণ সুরের বেয়ালা।            
    চোখের ভেতর থেকে কান্নার রুল এলে
    আমি লিখতে বসি ইতিহাস,      
    কলমের কালি,দেয় আমায় এক ফালি  
    স্মৃতির পাড়ের হায় হুতাশ।            
    সবি যেন হাজার বছরের শুন্যে জমাট বাধা
    যেন,পুরাণোক্ত পরিত্যক্ত
    আমার হয়ে তুমি ,                
    আমি উদাসী পথিকের মতো
    অপার ব্যর্থতায়,এক সাহারার মরুভূমি।