আমার কোনো আশা নেই,পৃথিবীর তরে
আমার শুধু চাওয়া আছে,বিধাতার তরে
আমার একটাই চাওয়া,সর্বদা আমি যেনো
ভালো মানবে রূপান্তরিত হতে পারি,
সামাজিক কর্ম,আর মানবিক গুণ দিয়ে
আয়ূর শেষদিন পর্যন্ত,মানবের পাশে
যেনো মহৎ সব কর্ম দিয়ে,পাশে থাকতে পারি!


আমরা মানুষ,সৃষ্টির সেরা জীব হয়ে আছি
অথচ, আমরা কি কেউ মানুষের মত বাঁচি ?
ভাবতেই অবাক লাগে,আমরা মানুষ,স্বার্থপর।


চকচক করলেই যেমন, হয়না খাঁটি সোনা
আমরা মানুষ,তেমন,করছি শুধু গোনাহ!


মুখে আমরা ভালো মানুষ,কাজে কর্মে মন্দ
নিজ স্বার্থ হাসিলে,আবার আমরাই করি দ্বন্দ্ব।
মানুষের বিপদে,আমরাই কাজে আসি না,
মুখে যতই বলা হউক,আমরা প্রকৃত অর্থে
সত্য মনে,কেউ কাউকে,ভালোই'বাসি না!
ভাবতেই অবাক লাগে,আমরা মানুষ,স্বার্থপর।