আজি জীবন সংসারে লক্ষ্যভেদ করিয়া
দুর্নিবার সায়াহ্ন অবেলায়
প্রচণ্ড মনোহরে,
আশার গগনে সুখের লগনে কভু
স্বর্গ নাহি দেখা মেলে
অধর লহিয়া দুখ,
তৃষিত নয়নে চৌচির এই বুক
গোমেদ মুখী করে!
অকালে ঠিক সায়াহ্ন মনোহরে।
কেমন করিয়া পরানে বাঁধি গো
সল্প বিনীত রিয়ার ভালবাসা,
অর্জিত প্রেম নাই বা পেলাম
তবু জমা থাকুক বন্ধনে লাজ
অল্প কিছু আশা।
কুসুম্বতলায় বকুলের মালা
গাঁথিয়া ব্যাকুলপারা,
প্রভাতে ঝরিলো রক্ত জবা
মধুময় সুধার ধারা।
লুণ্ঠিত জীবনে হৃদয়ের প্রণয় খুলিয়া
হয়েছি বিড়ম্বিত গম্ভীরে জব্দ,
উপেক্ষণীয় দৃশ্যে মন্বন্তরে ক্ষয়।
আজ চিন্তাজগতে হারিয়ে গিয়েছি আমি
প্রকৃতির অনিবর্চনীয় রূপে স্তব্ধ।
এত অধৈর্য দেহের অতীত স্মৃতি
বিস্মৃত শ্লোক স্মরে,
তবু মন দ্বিগলয়ে কান্না ধোওয়া তৃপ্ত ভরি
যেন সায়াহ্ন মনোহরে।