এই আমি আর সেই আমি ভাবনার তরে
বোঝা বড় দায়,                              
আজ আমার আমিতে প্রার্থক্য খুজে             মোরে পেয়েছি  বটে                            
আর কি বলো চাই?                          
এইতো সেই দিনক্ষনের কথা                  
আজও বাজে মনে,
তিতিক্ষার প্রহর ছাড়িয়ে গিয়েছেলেম আমি
ভালবাসার আবেগময়ী বনে।                  
আমি বাড়িয়েছিলেম হাত রিয়ার তরে           মিষ্টি প্রেমের ছন্দে,                          
আমি উন্মাদনায় হারিয়ে ছিলেম নিজেকে  
উড়ন্ত রিয়ার রেশম চুলের গন্ধে।                
এই আমি,সেই আমি ভাবনার তরে            
বুঝা বড় দায়,                                      
পূর্বে ছিলেম আমি সাদামাটা                    
আজি তাহা নাই।                                
আজ আমার আমিতে প্রার্থক্য খুঁজে             মোরে পেয়েছি বটে                               আর কি বলো চাই?                              
এই আমি আর সেই আমি ভাবনার তরে     মোরে পেয়েছি খুঁজে আজ        
অলৌকিকতার সীমানায়।