* অনিশ্চিত দিন বা রাত চলছে অবিরত  
    দেয়াল ঘরিটার দিখে থাকিয়ে চোখ    
রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট
পনেরো মিনিট পর সামনে অগ্রযাত্রায়    
       নতুন একটি সম্ভাবনাময় দিন
        উঁকিঝুঁকি দিয়ে যাচ্ছে!                  
যদি ও তখন বাঁজবে রাত বারোটা      
     টিকটক শব্দে স্তব্ধ নিশীথে,            
আজ আমার জীবনে বাজছে            
        অভিশপ্ত বারোটা।                    
তার সুবাদে দিন রাত এক করে          
  স্মৃতির পাতায় নিদ্রা আমার            
  পালিয়ে গেল চক্ষু কপাট খুঁলে,      
অতঃপর চারদিক থেকে চেপে ধরলো
         বিষণ্ণতা                          
দুরাশায় ডুবন্ত চোখের জলে।              
আমি অতীতে কালবৈশাখীর তাণ্ডবে      
    বিষাদ অনলের দেউলদ্বারে              
     আর ফিরে যেতে চাই না?              
আমি মানবে সুখে দুখে শামিল হতে চাই
    উল্লাসিত নবীন ঊষার আলো হয়ে।
  পৃথিবীতে ভালবাসার শূন্য শিহরণ      
      নিমঘ্ন ধ্যান ধারনায় সিক্ত,                
ধূ ধূ মাঠ প্রান্তরে নষ্ট ম্লান অতিরিক্ত।
ভালবাসা এ হৃদে বিরহ কাটার আচর হয়ে
         বিধে আছে যেইখানে,                
প্রাণ যে ব্যাকুল মানব জাতির কল্যাণে      
       তবু সেই মন কবি নন                  
      আনমনীয়, কে জানে?