একখান পথ সেই পথ ধরে এসেছি আমি
যুগে যুগে কালে কালে কতনা এসেছে,
কবি,সন্ন্যাসী,কিংবা                
বহু পরিক্ষিত আদম সন্তান।
হিঙুল-মেঘের পানে,সময়ের অভিধানে
সেই পুরনো কলের গান হয়ে!
জন্ম ভরিয়া,মায়ের আচল ধরিয়া
স্বাধীন কাজরীর ভয়েসে!
কিশোরীর, ভিড় ভাটিয়ালীর তীর
কুয়াশায় কাশবন,সাদা ফুলে ঘেষেছে।
আকঙ্খায় নিভু দীপ,প্রকৃতির সবুজ টিপ
ধূসর মনে দেখা,
শতাব্দীতে তাহাদের স্মরণে আজই আমার
এ কবিতা খানি লেখা।
সেই দুর্গম পথ ধরে,আদৌ চলমান
পরিপূর্ণ এক জীবনের,
অতীত নিস্তব্ধতা,আবেগে বিষণ্ণতা
বাস্তবে সহ্য ব্যথা মরণের।
জগতে ঐক্য,শান্তি,সাম্যবাদ,জিন্দাবাদ
স্লোগানে স্লোগানে                        
ধরার বুকে চাইতে এসেছি আজ,
আমি চীতার আগুনে ধরিয়ে মশাল
স্থির করেছি লাজ।
এই পথ ধরে কত বীর,বীরাঙ্গনা নির্দ্বিধায়
রক্ত ঢেলে চলে গেছে ঐ পাড়ে,
তা ধূসর মনে দেখা,
শতাব্দীতে তাহাদের স্মরণে আজই আমার
এ কবিতা খানি লেখা।
নক্ষত্র ও নক্ষত্রের উজ্জ্বলে চেতনা বিমষে
কুর্নিশ রঙচঙে এইতো সমীরেখা।