* জোনাক জ্বলা রাত আকাশ এলো নেমে
ঝিরি ঝিরি হাওয়া আনমনায় গান গাওয়া
  একদিন দৃঢ় প্রত্যয়ে ভেবেছি তোমাকে
    শিশিরের জলে, নির্জন কোলাহলে              
      এসে আমাকে তুমি শান্তি দেবে।      
তবু জীবন অগাধ তোমাকে লক্ষ্য করে
      দূর্বীনিত দাসসুলভ দিন চলছে,        
        আর উৎকণ্ঠায় বলছে,          
         তোমাকে পেলাম কোথায়?      
আবার দেখা হবে কি সেই অবেলায়    
    হয়ে তোমার আমার প্রেম খেলা।          
  সবুজের মাঠে ঘাসে, তোমার সনে
       নিতান্তপক্ষ আমার মনে,          
হেমন্তের ঝড়ে পথের পাতায় যখন ক্লান্ত হয়
         মনমর্মরে নিজ বেলা,                
তখন শান্ত পরে,পাতা ঝরে                
     শুরু হবে কি আবার বৃষ্টি হয়ে      
    তোমার আমার প্রেম খেলা?            
আজি যজ্ঞ সাজায়ে করি আরাধনা        
     নিজ একান্তে প্রভুর সাধনা              
    তবু বিফলে শুকায় লক্ষণের ফল,    
আমার ভিক্ষামাত্র সার পুড়িয়ে প্রার্থনা
   সন্ন্যাস জীবন ফুকারিয়া ওঠে পেলে,
      পরশমানিক নির্জন কোলাহল।          
  তবু আমি ক্লান্তিকরে নই ক্লান্ত              
         মন নেহি হয় শান্ত,                
     সহসা বিস্মৃতি ছুটে সেথায়,          
নিষ্পল হয়েছি বলে গো অন্তরালে থাকি  
        ক্রন্দনে বন্ধ করি আঁখি                
কভু জগতে তোমাকে পেলাম কোথায়?ঠাৎ    
      পাখির সুর গেল থেমে!
চতুর্দিক, ঝিঝিপোকার আওয়াজে
       ঝিঝি ঝিঝি শব্দ ,
  আমারে কে একটু শান্তি দেবে
   ক্ষণিকের জন্য হলে ও আজ
    হউক না পৃথিবী স্তব্ধ।
দেখি থাকিয়ে পলকে পলকে আকাশ পানে
সেই তারাটা নিভি নিভি জ্বলছে ,
   সাথে ইচ্ছোরা ডানা মেলে
    কি জানি কি বলছে?

এখন যদি মোর কাছে থাকতো রমণী
একটু বাড়িয়ে দিতো উষ্ণ ছোঁয়ায়
      ওষ্ঠ প্রেমের হাত,
অনুভবে স্বর্গ যে পেতাম হাতের মুঠোয়
   কেটে যেতো মধুচন্দ্রিমার রাত,
ফের লোভনীয় মনে ফিরে চাইবো আমি
    এই চিরচেনা সেই রাত।


........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........