মৃত্তিকা হতে সৃজন মোরা
মাটির মানুষ তাই,
জন্ম যখন নিয়েছি ভবে
মরিতে হবে রে ভাই!
আমি কবি,তুমি সাহেব
কেউ বা আবার চাষা,
জন্মালে মরিতেই হবে
সেকেন্ডের নাই আশা।
বৃহৎ পৃথিবী,ক্ষুদ্র জীবন
স্বপ্নের নাই শেষ,
খাচ্ছি,দাচ্ছি,বেশ তো ঘুমাচ্ছি
শুধুই পাপের রেষ।
ভালো কাজের জন্য মোরা
চেষ্টায়,কিছুই করি না,
খারাপ কাজে ডুবে আছি যে
তবু, তওবা করি না!
ঈমানহারা মানুষ মোরা
কখন ফিরবে হুঁশ,
জেনে ও বুঝে পাপ করছি
এটা কি কপালের দোষ?
মৃত্যুর দূত,আসবে হঠাৎ
প্রাণটা নিয়ে যাবে,
তখন থেকে জীবন্ত রূপে
আমায় কি কেউ পাবে?
শেষ বিদায়ে,আসবে সবাই
সমাধিতে রেখে যাবে,
যাহার যেমন কর্ম হবে
সে তেমন ফল পাবে!
শেষ বিদায়ে,আসবে সবাই
সমাধিতে রেখে যাবে।