শিক্ষা হয়ে যাক ডিজিটাল
--------------------------------------------
* আজ সিরিয়াল কিলার হয়ে ওঠলো প্রযুক্তিটা
নতুন প্রজন্মের পড়া টেবিলের বইটা সে
কেড়ে নিচ্ছে নিমিষে,
আজ ছাত্রদের হাতে মারণমন্ত্র হ্যান্ডসেট
মোবাইল নামক ভাইরাস বিষে
ছাত্র সমাজ আজ ধ্বংসের অনুকূলে বিলীন প্রায়।
ভবিষ্যৎ হেন ক্ষতিগ্রস্ত অযোগ্য শিক্ষার দিকে
যেন ভেঙ্গে মুচড়ে না যাই।
সেদিকে চক্ষু সজাগ রাখতে হবে জাতিকে
তা না হলে কবিদের রক্তে মিশে থাকা
সাহিত্য শিল্প যে পুড়ে হবে ছাই।
তা আমি অযোগ্য কবি হয়ে একালে
শিক্ষা ধ্বংসের সাদৃশ্য দেখিতে নাহি চাই।
আজ প্রযুক্তির ভাইরালে সমাজ মহলে
মোটে ও আমি শান্তিটা পাই না।
তবে হ্যা প্রযুক্তি যে ধ্বংসের বাহক
তা আমি এক চেটিয়া হয়ে বলতে চাই না?
আমি বলি প্রযুক্তির সিস্টেমে শিক্ষার মানটা ও
আজ হয়ে যাক ডিজিটাল।


  ........মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......