আমি দেখেছি,এক নিস্ফল পৃথিবী
আমাদের দিচ্ছে জানান,
আমি লিখেছি,এক উদ্ভট কবিতা
ঠিক নেই তার বানান।
আমি করেছি,অনেক ভুল
আমাকে দিয়েছে তা,শিক্ষা
ভুলের উপর দাঁড়িয়ে আজ,পৃথিবী
মানুষকে শিখাচ্ছে ভিক্ষা।
হাত পেতে নাও,যতটুকু পাও
সবটুকু,তোমার লাভ,
তাই যদি হয়,পেশায় ভিক্ষাবৃত্তি
তাহলে,
লিখিতভাবে,আমিও কবি সাব।
যত আছে অন্যায়,অসামাজিক কাজ
কলমের কালিতে,জানাই, আমি ধীক্কা
এটাই হলো,আমার মানবিক কাজ
বিধাতা দিয়েছেন,শিক্ষা
ভুলের উপর দাঁড়িয়ে আজ,পৃথিবী
মানুষকে শিখাচ্ছে ভিক্ষা।