আজি হতে পেলাম মুক্তির সংবাদ
       শির নত করে  আমি,
সহজ, সরল পথের যাত্রী হয়েই
      শয়তানী ছেড়ে থামি।
আমি সরবে মাতাল, হারা মে নাই
      বা সিগারেটের ধোঁয়া,
পূর্ণ হতে ঘোষ দেই না, সূচীজীবী
    বা, খেলি না ত্রাসে জোয়া।
আমি সত্যের বিজয়, দেখিতে চাহিয়া
       ত্যাগের সাহসী ছবি,
আমি বিশ্ব দুয়ারে, নিঃস্ব পথিকে ভাই
        নয়া দিগন্তের কবি।
আমি তুচ্ছ নঘন্য, ও কেতাবী ভূষণে
       বিন্দু কণা হতে জ্ঞানী,
আমি অক্ষরে, অক্ষরে মানবতা লিখি
       হয়তো কেউ মানিনী।
জগতে সবাই, নিয়ম ভঙ্গ করে পাই
       যশ,খ্যাতি, ভুল নামি,
আজি হতে, পেলাম যুক্তির পক্ষপাতী
       শির নত করে আমি।