শুধুএই কথাটা ভুলো
----------------------------------------


* আজ তর ঘোমটা মাথায় নাই রে...বধূ
তুই কেমন ঘরের বৌ?
জানি নারী মানেই মিষ্টি মধূ
আর পুরুষ মানেই মৌ।
তবে সব নারী কি মধূ রে... হয়
কিছু হয় যে মধূপোকের বিষ্ঠা,
তবে তোরা কেমন নারী লজ্জা ছাড়ি
ভুলিয়া ন্যায়,নিষ্ঠা।
ধর্ম কর্ম ভুলে গিয়ে অপকর্মে মনটা দিয়ে
তোরা আজ ধাঁপিয়ে রাখিস স্বামীকে ,
হাদীসে আছে জাহান্নামের কাছে
কতদল দাঁড়িয়ে বুঝবি,
স্বামী মানেই দামি যে।
মহান প্রভু দেয়নি কভু ছাড়পত্রে
নারী পুরুষ সমান,
পুরুষের মর্যাদা শৃঙ্গের উচ্চসীমায়
তা মানতে হবেই বধূ,
পর্দার আড়ালে নিজে রে... লুকিয়ে বেড়ালে
তবে তোমরা নারী জাতি সনদপত্রে
প্রেম সুষমায় মধূ।
আর পুরুষ তোমরা ও জেনে রাখিবে আদর্শে
নারীরা মায়ের জাত,
তাদের ভুলটা হতেই পারে সহসা
তবে নির্যাতনে তুলবে না যে
তাদের সম্মানে ক্ষৃপ্ত রাগে হাত,
শুধু আদর, সোহাগ ভালবাসায়
হবে নারী পুরুষ সমান,
তবে নিজেদের মাঝে নারী, পুরুষ আজ
ঈর্ষা প্রার্চুর্য ভেদাভেদটা দমান!
স্বামীকে মেনে নারীরা আজ
সদা ঘোমটা মাথায়
তুলো,
শুধু নারী পুরুষ সমান সমান
এই কথাটাই ভুলো।


   ....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......