* ষড়ঋতুর দেশের মাটিতে,দেখি যে আমি
   ঝড়ে যেতে সদা,
   পুষ্প উদ্যানে মুকুল!
   কিছু পুষ্প ঝড়ে পড়লে ও সযত্নে
   মানব হস্তে তুলে রাখে
   তা সুতোয় জড়ানো বকুল।
   গোলাপ পুষ্প রাণী,সুগন্ধের বাণী
   বর্ণে লাল,কালো বা সাদা,
   শীতের বার্তা লয়ে,উদ্যানে ফুটে পুষ্প
   হলুদ রঙের গাদা।
   আরও ফুটে টিউলিপ,চামেলি
   মৌটুসি,রজনীগন্ধা,
   হাছনাহেনা,বেলীর ঘ্রাণে পেখম তুলে
   মালতী পুষ্প সন্ধ্যা।
   প্রায় শীতের শেষে,লালে মিশে
   ডালে ডালে কৃষ্ণচূড়ার দুল,
   শিমুল,পলাশ,লালে লালে
   সৌন্দর্য লীলায় মূল।
   ষড়ঋতুর দেশের মাটি,রূপ মেলায়
   আমার এ বাংলা।
   প্রভু তোমার সৃষ্টি,শরৎ এ বৃষ্টি
   কদমের ডালে শতাব্দীর কালে
   তুমি ঋতুর বদলটা যে সহসা
   পূণরাবৃত্তিতে,ফের এই বঙ্গেই আনলা।