পশ্চিমের আকাশে মেঘ দেখি
উড়ে ঝাঁকে ঝাঁকে,
তার তলদেশের নদীতে
মীন শাখে শাখে!
ওপারে মাঠ জুড়ে ঘাস খায় গরু
দেখি বৃক্ষের ডালে ডালে
চারুলতা তরু।
বৃক্ষের ছায়া হতে সুরে সুরে
বাতায়নে ভেসে আসে,রাখালির বাঁশি,
কদমের ফুলে ফুলে হেসে যায়
বরষার হাসি।
ভরাডুবি দশদিকে,বৃষ্টির জলে
খাল বিল নদী নালা,তেমন ধারায়
স্রোতে স্রোতে চলে।
ছাতা মাথায় ব্যাগ কাধে,
সারি সারি দল বেধে,ইস্কুলে যায় শিশু
বরষার পানিতে,ষড়ঋতুর বাণীতে
জানান দেয় বিষ্ণু।
তারপরে ফের ফুটে,শরতের ফুল
মৌটুসি,কাশবনে বাতায়নে দুল।
পাখি গায় অপ্সরা,ঝাউ এর বনে
কেন জানি বার বার ফিরে আসে
আজ শৈশব এ মনে।