রাত্রি অনেক গভীর,উপলব্ধিতে আমি বললাম
হে আমার প্রভু,আপনি আমাকে সাড়া দেন,
আপনি সব জান্তা,জানেন, কি আমার আর্জি
তিনি বললেন,বলতে পারো,নিঃসন্দেহে
আমার কাছে,কি আছে তোমার,কি আছে,মর্জি?
আমি বললাম,হে আমার স্রষ্টা,সম্মানিত রব
আপনি ছাড়া কেউ নেই আমার,জগত সংসারে
আপনিই আমার চিরধার্য,নিঃস্বাসে,বিশ্বাসে সব।
তিনি বললেন,ইনসাফ,ন্যায় বিচার,আদর্শ
এগুলোই তোমার,জীবদ্দশায়,হুকুমে আমার,কর্ম
আমি বললাম,যথার্থ,আজ্ঞে,হে আমার প্রভু
যেনো আপনার আদেশে,চিরধার্য,মেনে চলি ধর্ম।
এগুলো আমার,জীবদ্দশায়,হুকুমে আপনার,মর্ম
তিনি বললেন,আরও অনেক,বিশ্বাসী হও,আগে
তাহলে তুমি পাবে,আমার সান্নিধ্য লাভ, ভাগে!
আমি বললাম,অন্তরের অন্তর জানে,তা স্পষ্ট
সবকিছুর উর্ধে আপনি,আপনাতে আমি আকৃষ্ট।
তিনি বললেন,রাগ,ক্ষোভ,পুড়িয়ে,ধৈর্য গড় আগে
সত্য হবে সাফল্যের বাঁতি,সময়ে,পাবে তুমি ভাগে
আমি বললাম,যা হুকুম আপনার,আমি,গোলাম
আপনি আমার প্রভু,বিশ্বাসে,আপনাকে,পেলাম!
তিনি বললেন,এখনও তোমার,হুকুমে আমার
মুহাম্মদের প্রতি,অনুগ্রহ রেখে,সুন্নতের পথ,বাকি
আমি বললাম,আজ্ঞে,হে আমার,মহমান্বিত প্রভু
আপনিই আমাকে রক্ষা করবেন, ইবলিশ হতে
তার অনিষ্ট,যেনো,আমাকে,দিতে না পারে ফাঁকি
আমি সদা সর্বদা,আপনার কাছে,এ আশায় থাকি


তিনি বললেন,হে আমার রুগ্নতায়,বিশ্বাসী বান্দা
তোমার আমার এ সাক্ষাৎ,সাময়িক  হলো ছুটি
আমি বললাম,সালাম আমার রব,সততায় থেকে
আমি যেনো,আহার করতে পারি,হালাল রুটি,
আপনার আমার এ সাক্ষাৎ,সাময়িক হল ছুটি।