কি অতিষ্ঠ গরম,মুখে কইতে লাগে সরম
চারদিকে একি শুনি,
রাজ্য সরকারের জয়ধ্বনি।
রাজ্য সরকারের উদ্যোগ
সবার ঘরে ঘরে বিদুৎ,
যেই কথা,সেই কাম,হয় নাই সাড়া
কে বলেছে বিদ্যুৎ নাই
তুই একটু দাঁড়া?
বিদুৎ আছে শহরে,বন্দরে,নগরে
শুধু নাই গ্রামে,
শহরে তুমি আইসা দেখো
বিদ্যুৎ কি একটু থামে।
তোমাদের পল্লীতে কি কল কারখানা আছে
আছে কি বড় বড় ফ্যাক্টরি বা মিল,
তোমরা বিদ্যুৎ দিয়ে কি করবে?
তোমরা ত পাও সবুজ অরণ্য
আর বিশুদ্ধ বাতায়নের
ঠান্ডা করা শীতল অক্সিজেনের ফিল।
গ্রামের মানুষ চাষি,মুজুর,নয়তো হুজুর
বিদুৎ দিয়ে, শুধু শুধু কি করবে?
তারা তো পেয়ে থাকে,
ঠান্ডা মাখানো শীতল অক্সিজেন
তাহলে কিভাবে তারা মরবে!
তোমাদের বিদ্যুৎ কম লাগবে
এতো বিদ্যুৎ কেনো দরকার,
প্রয়োজন মতো যেখানে যতটুকু দরকার
তাই,পৌঁছে দিচ্ছে,
মানবের ঘরে,ঘরে,আমাদের রাজ্য সরকার।