* পূবালী বাতায়নে কৈলাস খেলা করে
    শুভ্র ঘ্রাণে পদ্ম পাতার জলে,
    রৌদ্রের জলে ঝিলমিল কিরণ
    শিশির ভেজা নরম ঘাসে
    সকালের শিহরণ।
    ভালো লাগে অপলক দৃষ্টিভঙ্গীমায়
    কুমারীর মত অপ্রাপ্ত মেয়ে দিকে থাকাতে?
    মেয়ে কবিতায় আচর কাটে স্নিগ্ধতায়!
    আমার দেহের পরে মেয়ের চোখ
    রাঙ্গা রোদে ভরদুপুর,
    শ্রাবণ বেলায় অম্বরে মেঘ ভাসে
    বৃষ্টি ঝড়ে টাপুরটুপুর।
    জাগে,শতাব্দী ভাগে অনুরাগে
    কামনার স্বর,
    যেইখানে,রূপসী মেয়েরা গড়িয়াছে
    প্রনয়ের খেলা ঘর।
   একদিন,বেতবনে মায়া মনে ছুটে যায়
   পাটকিলে ঘোড়া,
   ঝিলমিল কিরণ,সকালের শিহরণ
   চাই,ভালবেসে ধরিতে মেয়ের হাত জোড়া।


...... মুহাম্মদ জে.এইচ (রপ্পি)......