* ওরে মন, দুয়ার খুলো হৃদয় মহব্বতে  
        প্রাণের নবীজি ডাকে রে,            
স্বপ্নে যদি পাইতাম দেখা              
          মদিনাতে নবীজি একা!        
    মনঃস্থির,                              
      কেমনে আমি থাকি রে।                 নবীজি বিশ্বে এসে সকল দেশে শান্তিতে
     ধ্বংসের ঘোচালেন রাতি,              
নবীজির কর্মে, শান্তি,ঐক্য,শৃঙ্খলের ধর্মে
      নামে আমরা মুসলিম জাতি।      
নবীজির নসীহতে হাসেইন হুসেইন এর
     রক্তমাখা শান্ত নীতির কারবালাতে।    
বিশ্ব মুসলিম আজ শান্তির মশাল হাতে হাতে
      শক্তির আলো জ্বালাও রে,          
আজকে দেখো বিশ্বে মুসলিম লাঞ্ছিত বঞ্চিত  
আর্তনাদে যে বলছে জান,                
        প্রাণটা লয়ে পালাও রে।        
আমাদের আজ বেহাল দশা ভাবছে ওরা
        মোদের বানিয়ে মশা,              
      মারতে হবে দিয়ে ঘষা।                
তবে প্রাণটা বুঝি আমাদের যাবে রে।      
আজ মোল্লা সাহেব  বলে জানেন গায়েব
       আরো নানান কেরামতি,                
ভন্ড পীরে আজ জনতার ভীড়ে            
উল্টো ঢিল ছুড়ে বলছে আহা            
  মাজার ছাড়া নাই রে গতি।                
  একি ক্ষতি মহারথী ভিখারি ফুকারি কয়
মুসাফির বলিয়া মোর মনটা ভরসা পেলো
    আজি এই ভয়কে করিবো জয়।  
মুয়াজ্জিনের আযানে মুখরিত হয়          
       ধরত্রী হতে আসমান,                  
পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া  এ জগতে    
    সকল মুসলিম ঐ ভাসমান।