কষ্টের অতল সাগরে,ভাসতে ভাসতে
পেলাম ধৈর্যের পাহাড়,
ক্ষুধার জ্বালায়,নিজেকে রাখতে রাখতে
করি,হালাল খাদ্য আহার।
নিজের সম্মান,নিজেকেই রাখতে হবে
সাধনায়,গড়িবে অস্থি,
তবেই তুমি,চলতে ফিরতে সর্বদা
অন্তরে পাবেই,সুস্থি।
আত্মসমর্পণ করতেই হবে,তোমাকে
অনেক,ক্ষমাশীল রব,
মহৎ কর্মে,যদি,নিজেকে বিলিয়ে দাও
সহজে পাবে তুমি,সব।
জানি,সহজ সরল মানুষগুলোর হয়
চলতে ও ফিরতে কষ্ট,
তাই বলে ভেবো'না তুমি?সমাজের বুকে
সহজে হয়েছে সে নষ্ট!
ভুবনে,ভালোর কদর দেরীতেই আসে
সময় হারিয়ে হয় জানা,
আর,খারাপের কদর সহজেই আসে
তাকে হয়না তেমন মানা!
ভুবনে,ভালোর কদর দেরীতেই আসে
সময় হারিয়ে হয় জানা।