* এই নিঃসৃত জিবন একটা শিকল পরহিত
   নিষ্ঠুর পৃথিবীর রর্ক্তাত কারাগারে
   হতাশগ্রস্তে শঙ্কিত পরোয়ানে বন্ধি,
   যেখানে রক্তলয়ে সবাই হলি খেলতে মশগুল
   হিসাবের খাতায় জাত বর্ণের ভুল    
   সেখানে কি করে ফুটবে মানবতার ফুল?
   দুঃখজনক,
   মানবতা আজ নিঃস্ফল প্রতিবাদ ছেড়ে
   মৃত্যুর মুকোশ পড়ে শশ্মান ঘাটে
   দিব্যি ঘুড়ে বেড়াচ্ছে,
   আতঙ্ক বিরাজ করে মৃত্যুর সন্ধানে!
   ভস্মের সেই তাণ্ডবনৃত্য দেখাতে,
   ভূ-তলের শূন্যতায় মিথ্যের রচনা গড়তে
   সভ্যতার আদিবিস্তারে।
   আজ মানব শিখে গেছে চক্ষুলজ্জাহীন
   নগ্নের প্রাসাদে পঞ্জীভূতে বাসর সাজাতে,
   অশালীন আত্মার রাজ্যে।
   দেখি সভ্রমে ক্রমে ক্রমে বিস্ফোরণের ঢেউ
   যৌবনরসে মাত্রায় আগুয়ান,পাপাচারে
   ডুবিছে আজি কেউ।
   আবার সক্রিয় রক্তস্নানে ইবলিশ জাগ্রত
   শয়তানির বংশদূত বিস্তারে,
   হয়ে বিশ্ব বিদ্রুপে নিরুদ্বিগ্ন
   মানবতা আজ মরেছে বিশ্বময়।
   তরা রক্ত হলি খেলায় প্রতিনিয়ত
   জঞ্জালে পুড়ে উৎসব কর,
   আমি নিঃসৃত জিবনে শিকল পরহিত বন্ধি
   তবু বরাবর সত্য শৃঙ্খলের উচ্চস্বরে    
   বিদ্রোহী,বজ্রকণ্ঠে জানাচ্ছি উদ্বীগ্ন।