- রিয়া নামের মেয়েকে ভালোবাসতাম  
  এখনও ভালোবাসি,
  সেটা অবয়ব শুধু কি আবেগের কথা 
  নাকি,হৃদয়ের তপ্তশ্বাঃস মাখা
  লুণ্ঠিত প্রাণের আকুতি। 
  মরিচিকার প্রলেপ লাগানো দেহে    
  ভালবাসা নেই,সেই আগেকার মতন।   
  নারীর দ্রোহে,আমার এ শূন্য জবানবন্দী 
  কেউ শুনতে চায় না আর,  
  তবু কেন জানি সেই রিয়ার কথা মুখে থাকে 
  ফুরায় না কথা তার।
    
   ভালোবাসা এসেছিলো দমকা হাওয়ার মত 
   নষ্ট ম্লানের বেশে,
   ভালবাসার রং পায়নি,বিরহ পেয়েছি যত 
   প্রেম প্রিতীর দেশে। 
   আমি রিয়া নামের মেয়েকে ভালোবাসতাম
   আজও ভালোবাসি, 
   জীবন অন্ধকার ঘন হয়ে ওঠেছে তবু
   মুখে ফুটে আছে হাসি। 
   আমি রিয়া নামের মেয়েকে ভালোবাসতাম 
   এখনও ভালোবাসি!
              
                -: সমাপ্ত :-