শরৎ এর সকালে,ওঠোনে ঝরে দেখো
রিমঝিম,ঝিমঝিম বৃষ্টি,
খাল, বিল,নদীর পাড়ে ফুটন্ত কাশফুল
অপূর্ব, বিধাতার সৃষ্টি।
শরৎ এর সকালে,ওঠোনে ঝরে দেখো
রিমঝিম ঝিমঝিম বৃষ্টি।
শরৎ এর সকালে,বৈঠা হাতে লয়ে মাঝি
নৌকায় তুলে পাল,
একদল জেলে তখন,সারি সারি নৌকায়
নদীতে ফেলে জাল।
কত'শত সৌখিন,জালে ওঠে তরতাজা
জীবন্ত, রূপালি মাছ,
নদীর ধারে সারি,সারি,বিস্তৃত জেগে ওঠে
শত শত হিজল গাছ।
বর্ষার পানিতে,সারি সারি,থৈ থৈ হাঁসগুলো
ঝিঁনুকে,খুঁজে চলে দৃষ্টি,
শরৎ এর সকালে,ওঠোনে ঝরে দেখো
রিমঝিম,ঝিমঝিম বৃষ্টি,
খাল, বিল,নদীর পাড়ে,ফুটন্ত কাশফুল
অপূর্ব, বিধাতার সৃষ্টি।