* মূলত আমি একজন ভাষা প্রেমিক
        দেশদ্রোহী বেঈমান ত নই,          
তবু কেন অতঙ্কে কাটেতে হয় বেলা
        দুর্ভোগে পোহাই ভয়।                
আমি ত বর্ণমালার পরশ ভুলিয়ে          
          সত্য যাচনার ছবি,                
আমি ত হেলায় ফেলায় উদ্ধিপনায়
    উন্মাদনায় হারাতে বসেছি সবি।          
তবে তোমরা কি নিয়ে যাবে            
আমার ক্ষত বিক্ষত হৃদয় পুড়ানো দেহ  
   নাকি আমার প্রেম দ্রোহে আক্রান্ত        
           এই হৃদয়টাকে?                    
যদি ভেবে থাকো তোমরা হৃদয় নিবে
             নিতেই পারো                    
       কোন মানা বাধা নেই।                
  তবে এর প্রেক্ষিতে আমি চাইব      
তোমাদের তটে আকাশ ছোঁয়া স্বাধীনতা!
         আর এক রথী স্বস্তি।            
তোমরা কি দিবে আমায় স্বস্তি,              
নাকি ভেংঙ্গে দিবে আমার সাহিত্যগাঁথা    
     কাব্য প্রেমের ভালবাসার অস্থি।        
আমি তীর্থযাত্রায় অক্ষরে কাটাব জীবন।    
        যদি তোমরা থাকো পাশে,        
আমি মুক্তির সন্ধানে ভালবাসা ধরি    
          স্বস্তিতে বারো মাসে।