* আমি মিথ্যের কাটগড়ায় আসামি          
    অপরাধ,
    ভালবাসা ছেয়েছি যোগ্যতার
    শূণ্যতলে,                                
    আর অবহেলায় মরেছি
রক্ত পিশাচের,ছলনার বাহুবলে।                                  
    আজ সততার বিচার হবে
    মিথ্যের হাইকোর্টে,                          
  অপরাধ মার্জনীয় নই,কপোলে বা যাই জোটে।                      
    বিচার হবে ধর্ম বা নীতি কথা যুক্তির,        
    প্রশ্ন উঠেছে,নীরবতাই মুক্তির !                
    আজ মিথ্যের প্রহরী করেছে রুল জারি        
    তুমি চক্ষু মেলে কি দেখ?                
    কলমের কালিতে বা কি লেখ?                  
    দিতেই হবে তার জবাব?                        
  তুমি কাকে ভালবেসেছো,অশ্রুতে হেসেছো        
    ও বিষাদ রাজ্যের নবাব।                        
    নবাব তুমি চুপ কেন,তোমাকে কে করেছে জব্দ?                    
  আজিকে বিচার হবে তোমার মিথ্যের হাইকোর্টে                                  
   তুমি যত খুশি পারো,করে নাও শব্দ ?                
  আজ তোমার বিচার হবে এই না ভবে                
  সততার দিতে মুল্য,                                
  বিচারক পিশাচ তোমার এই বিচার ঐ      
  শেষ বিচার নই ,                                  
  যদি তুমি নিজেকে ক্ষমতায় ভেবে থাকো          
  বিধাতার সমতুল্য।