এই ভুবনে,তোমার যত ক্ষমতা আছে
তোমার তত,বীরত্ব আছে,
তোমার তত,গুরুত্ব আছে,
বাস্তব প্রেক্ষিতে,উপলব্ধি করে দেখো!
বুঝবে সেদিন বুঝবে,
আর,চোখের জলে খুঁজবে
আবেগের রঙিন সুতো,ছিঁড়বে যেদিন।
অর্থের মোহে,আপন সম্পর্কগুলো
দুরত্ব আর ঘৃণার,পাহাড়,আনবে যেদিন
বুঝবে সেদিন বুঝবে,
আর,চোখের জলে খুঁজবে!
স্বার্থ ছাড়া ভালোবাসা,পেতে যদি চাও
নীরবে,নির্ঝরে,স্রষ্টার কাছে
একান্ত ভাবে,তুমি চেয়ে যাও!
এই ভুবনে,নিঃস্বার্থ সেই,ভালোবাসা
প্রভুর কাছে,তুমি চেয়ে যাও।


সত্যের নীড়ে তুমি,খুঁজো,আবাসস্থল
স্রষ্টার নিয়োজিত,পাবে সেই দল,
সেই দল,
যেই দলে,মুহাম্মদ (সাঃ) আমাদের নবী
সেই দলে ঠাঁই হউক,সত্যের এই কবি!