* সত্যের দৃঢ় বন্ধনে নিজেকে মোড়ালে
        হে অসভ্য পৃথিবীর মানুষ
আমি জানি, সত্যের চরম দাম দিতে হয়
   তোমাদের হস্তে গড়া পাপের দরবারে।
আমি সেইদিন ও জানতাম না এই সূত্র
    যেদিন ছিলেম আমি সদ্যকৃত বালক।
আজ আমি সত্যের দুয়ারে অগ্নিপুরুষ
    সময়ের বিবর্তনে ব্যবধান করে
   আজকে তা আমি জানতে পারলাম।
   তবে তা মানতে পারলাম না!
    আর মানতে চাই ও না?
তাইতো আমি সতত হৃদে আদৌ চলমান
       সত্যের সৈনিক হয়ে,
অনুপ্রেরণায় সহস্র ব্যথা লয়ে লড়তে।
   কি কারনে আমি তা মানতে পারি,
অন্যের চক্রান্তে বৃত্তহীন কথা বার্তা
      আর লোভ লালসার জন্য,
না,না,আমি তা কিছুতেই মানতে পারবো না
সত্য যে আমার আদর্শ ও বেচে থাকার স্বাধ।
     এই ক্ষুদ্র জিবন অবলম্বনে।
তাই গর্জনে গর্জনে অসৎ বর্জনে নমনীয়রূপে
      বিধাতার সমর্থনে আসা,
আর শান্তির মহলে চিরসত্যের নিশান
     উত্তোলনের মাধ্যমে
পবিত্র পাঠ লয়ে শুদ্ধ কিছু
ভাষা,
    তা রপ্ত করার মত কোন মন্ত্রই
আজও আমি জানি না, তবে এটা জানি
এ ভাষার উৎপত্তি হয় হৃদয়ের গহীন থেকে
   যাকে আমি বিশ্বাস বলে সর্বদা মানি।
দৃঢ় সত্যের সিক্ততায় এক সেতুবন্ধন হিসেবে
আজ চরম দুর্ভোগে আমি যুদ্ধের ময়দানে
      একলা একা দাঁড়িয়ে,
     হস্তে নিয়ে সত্যের ঢালি।
আমায় চারদিক হতে ঘিরে পেলা অশালীন আত্মা                                        
  ধ্বংস লীলায় আজ মিথ্যের ছুড়ছে বালি।
যেন মিথ্যের বিষতীর আমার অঙ্গে
ছোঁয়াতে
তাই আজ হযরতের দেখানো পথ বলছে আমায়
শুধুই বিধাতার চরণতলে নিজ শিরটা নোয়াতে
তবে যে ধরনীতে সত্য পাবে তার চির খাঁটি দাম
সেখানে ঈমানের দাবিতে পেয়ে যাবে বান্দা
      তার বিধাতা ওয়ালার নাম।


    ..... মুহাম্মদ জে.এইচ রপ্পি.....