"সততায় ছুড়ে বালি"                                 ------------------------                  
- হায় রে. নিন্দুকের দেয়া  অপবাদের ঢেউ            
           উস্কানি মুলক ভাষা,                  
ভাই রে...আমি অধম মূর্খ কবি          
     এমনটা মোটেও করেনি আশা।            
যখন প্রত্যাশার ঐ দুয়ার খুলে            
  জাতি ভেদাভেদ আমি ভুলে            
        পবিত্রতা ঢালি,                        
ঠিক তখনি নিন্দুকের দল মিথ্যে লয়ে
     সততায় ছুড়ে বালি।              
ভুবনময়ে,ঈর্ষা লয়ে নিন্দুকেরা              
    কলঙ্ক বাঁধে মোর অঙ্গে,                      
আমি ত মানবের কল্যাণে আগুয়ান পথে      
   কি দোষ করেছি কে বা কাহার সংঙ্গে।
তবে কেন আমার সনে ক্ষীপ্ত মনে          
         কিছু মানব করে তুষ্ট,                
আমি ত মানবের কল্যাণে আগুয়ান পথে
          সততায় রয়েছি পুষ্ট।                
তবে কেন আমার সনে, ক্ষীপ্ত মনে        
        কিছু মানব করে তুষ্ট?                
তবু আমি আজও সুখেই আছি বেশ    
         খোদার মহিমায়              
        বর্ণমালার সলিলে,                    
আমি নিন্দুকের তীরে আর বিন্যস্ত নই,      
     আমি সময়ের তালে অভ্যস্ত!        
এখন আর কিছুই হয়না আমার            
  পাচে লোকে অযথায় কিছু বলিলে।