ধৈর্যের পাহাড়ে বিচরণ করিতে গিয়ে
বুঝেছি আমি,কাকে বলে বাস্তবতা
কাকে বলে,সময়ের মূল্য,
আরও বুঝেছি,কাকে বলে স্রষ্টার প্রেম
নিঃসন্দেহে,কেহ নেই,উনার সমতুল্য।
ধৈর্যের পাহাড়ে,চড়তে,চড়তে,জেনেছি  
কাছের মানুষদের'কে ও চিনেছি
আর ভালো করেই বুঝেছি,
কাকে বলে,দুঃসময়ে,দূরে সরে যাওয়া
কাকে বলে,বিশ্বাসের ঘরে'তে চুরি করা!
কাকে বলে,অসহায়ের বুকে লাথি মারা।
প্রকৃতঅর্থে,আমরা মানবজাতি
আসলেই,খুবই স্বার্থপর,ও দুরন্ত বাজ।
যদি কাউকে,বিশ্বাস করিতেই হয়
নিঃসন্দেহে,চোখ বন্ধ করে,একত্ববাদী
সেই স্রষ্টাকে বিশ্বাস করো,
দেখবে তুমি,আলোকিত হয়ে গেছো
আর,কামিয়াবি হয়ে গেছে
তোমার হৃদয়,ও তোমার,সকল কর্মকান্ড।