হে মানব তোমরা সকলে দুঃখ দিলে আমায়
          তাইতো আমি কবি,            
হারিয়েছি আদর স্নেহ মায়া মমতা      
           হারিয়েছি সবি                  
       তাইতো আমি কবি।                
আমার জন্মলগ্নেই বিষাদ এলো          
        সুখের নিভিয়ে বাতি,            
অবহেলা যে মোরে গ্রাস করিলো    
       তোমাদের খেয়ে লাঁথি।              
আমি অযতনে আর খেয়ালি ক্ষণে      
     ছুটিয়াছি রোজ বনে বনে              
        পুতুল খেলার মতন,              
সবাই মোরে ছাড়িয়া গেছো অযথা          
         না ভাবিয়া রতন।                  
আমি মৃত্তিকা ধূলিতে মিশেছি কত          
     তা শৈশবের ঐ ছবি,                  
আমি হেলায় ফেলায় উদ্ধিপনায়          
      এক বাস্তুুহারা কবি।