* বৈশাখী ঝড়ো হাওয়া বাদলের ঐ পানে
     জলধারি নেমে আসে ধ্বংস লীলায়
              আমনের ঐ ধানে।        
বাতায়নে দুলে দুল ফলজ বৃক্ষরাজি
কালবৈশাখী ধেয়ে আসে গরল স্রোতে,
উৎকন্ঠায় স্রষ্টার নামে সামাল দেয় মাঝি।  
ঝড়ো হাওয়া শন শন দূর্যোগে শত বন  
  তাণ্ডবে কৃষকের বিলীন হই ফসল,      
স্রষ্টার বিধিজ্ঞ বিধান পাপের ঐ আদান প্রদান                                        
              নিয়ে যায় উসল।            
অভাব্য বিভিষিকায় বিলীন হই সব আশাই  
       প্রবল বৃষ্টিতে অনাগত সৃষ্টিতে        
              কৃষক নিরাশ হই,              
স্রষ্টার ঐ আলামতে কৃষকের হৃদক্ষতে
            আক্ষেপে কথা কই।              
ভেসে যায় স্রোতে ফসল ভেংঙ্গে যায় ঘর
       স্রষ্টার কুদরতে সূদীর্ঘ নয়াপথে        
    কেবলি আশা জাগায় বালুকার চড়।
সবশেষে ওঠে হেসে পূর্ব-গগনে        
           ভানুদার হাসি,                      
নয়া দিগন্তে,আশার সীমান্তে নতুন করে
  বাঁচতে জানে  স্রষ্টার ঐ মেহনতি চাষী।