* তাদের কথায় কি এসে যায়
   যারা কথায় করে ছল,
   তারা দুষ্টু,করে অতিষ্ঠ
   চরিত্রটা,নর্দমার ঐ জল।
   তাদের থেকে,দূরে থাকাটা
   সবার জন্য ভালো,
   চেহারা তাদের,ফুটফুটে ফুল
   ভিতরে বিষে কালো।
   তারা বিভীষিকাময় সুর তুলে
   বিষাদের বাজাই বীণা,
   অন্যের কষ্ট হতে তাদের সুখ
   তা চোখের জলে কেনা।
   তারা দুষ্টু,মোরা তুষ্ট
   ধরণীর তটে আজ,
   তাদের থেকে দুরে থাকা
     বুদ্ধিমানের কাজ।