-- ( সনেট কবিতা) --

* বিস্ময়েই কাটে রাত্রি দিবানিশি ভোর            
   তবু জানি, প্রেমিক মনে এলো ফাগুন,    
  চারদিক শুন্যে,পাতা ঝড়া ভালবাসা          
   আজ নব মনে এলো,বসন্ত আগুন।              
  শাশ্বত কাল ধরে ছিলে এ মনে তুমি              
    ঘৃণার আবরণে হঠাৎ মরুভূমি!            
  আমাদের প্রেম, আশা চেতনার কণা        
  তোমার মনে ছিল যত, ভুল  ধারণা।

  আজ থেকে সেই দিন পৃথিবীর বনে              
ফুলে ফুলে সাজানো রবে মুহূর্ত ক্ষণে,              
  অলি,কলি খেলা করে যখনি মৌবনে        
   শিহরণে মেলা বসে তখনি যৌবনে।          
  আজও খুঁজে চলি চুপিসারে, তাহারে          
  হয়েছি নিম ডালে তেঁতো আমি,আহা রে।
....................×××.................