* হে হতাশগ্রস্ত মগজের মাস্তুল
তুই ব্যর্থতার জিবনে ভাসমান,
কখনো ছুঁই ছুঁই করে ছুঁয়েছিস কি
সফলতার আসমান ?
বিস্তৃত গহীনে সময় গিয়েছে দিব্যি চলে
টিক টক শব্দে ঢের,
অসফলতার কোষ্ঠ কাঠিন্যে কভু
পাওনি আদৌ টের।
হে হতাশগ্রস্ত মগজের
মাস্তুল
আজও তুই অসময়ে
ব্যর্থতার জিবনেই ভাসমান।


..... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).....