মেয়ে তরে দেখিলে চেয়ে
       ঝরেছে মুক্তো হাসি,
  হিয়া বলে লেখি"যে মেয়ে
           তরেই ভালবাসি।
  তর ঠোঁটের ঐ গাঢ় ভাজে
             শব্দবহ রাখি,
ধ্বনিত কণ্ঠে উচ্চারিত প্রেমময়
      কবিতার ভাষায় ডাকি।  
মেয়ে আমার আকাশে ছিলি তুই
             রাজলক্ষ্মী,
আজ তর স্মৃতি লয়ে উড়ে যায়
           কত"শত পক্ষী।    
কত বেলা শান্ত খেলা দেখেছি
          তর"ঐ চোখে,
কালে কালে বীলিন হলি,ব্যথা জাগে
             এই বুকে।
  নৈশব্দের সমুদ্রে পা ভিজিয়ে
            ধৈর্য ধরেছি,
তিতিক্ষার যজ্ঞ সাজায়ে রোজ রোজ
       ভালবাসা গড়েছি।  
  শত বাধার পাহাড় তা আজ
        দিবস হয়ে গেছে,
হৃদ খুঁলে দ্যাখো মেয়ে,তাতে
        আমি আছি বেঁচে?
তুই না চাইলে ফিরবো না
       স্পর্শে ভিড়বো না
শুধু যে বিরহ সুরে বাজাবো
          মায়ার বাঁশি,  
  তর রূপে মরণকূপে,বাস্তবতা  
           রয় ফাঁসি!
  হিরা বলে লিখি যে মেয়ে
        তরেই ভালবাসি।  


   ********** ...**********