ত্রাণ চাই গো ত্রাণ
------------------------------------


ত্রাণ চাই গো ত্রাণ আর ও বস্ত্র বিতান
বন্যায় দেউলিয়া মোরা হে প্রভু
বাঁচাও মোদের প্রাণ?
ত্রাণ চাই গো ত্রাণ আরও বস্ত্র বিতান।
যার পেটে খিদের জ্বালা ভাই রে....
সেই ত বুঝে টেলা,
বন্যার পানিতে ভাসমান জিবন মোদের
কলার ভাসিয়ে ভেলা।
যার পেটে খিদের জ্বালা ভাই রে
সেই ত বুঝে টেলা।
তাই ত্রাণ চাই গো ত্রাণ আরও বস্ত্র বিতান।
আজ চেঁচিয়ে মরি ভাতের জন্য
জাতি শুনবে কখন,
শুধু ভাতের অভাবে বন্যার্ত প্রভাবে
মরবো মোরা যখন।
জাতি চক্ষু সজাগ হয়ে রে আজ
বাড়িয়ে দাও গো হাত,
বাঁচবো মোরা প্রভুর করুণায়
যদিও তোমরা দাও গো ভাত?
ত্রাণ চাই গো ত্রাণ আর ও বস্ত্র বিতান
ফুলিয়াছে আজ জোয়ারে পানি
প্রভু বাঁচাও মোদের প্রাণ,
হে জাতি তোমাদের সম্মুখে মোরা আজ
মোদের কল্যাণে ত্রাণ চাই গো ত্রাণ।


  ........ মুহাম্মদ জে.এইচ (রপ্পি)........