* আজ খুলে দিয়ে মনের মণিকৌঠার
বদ্ধ দুয়ার আলিঙ্গনে
রিয়া তোমাকে দিলাম ছুটি,
আষাঢ় নবগগণে সময়ের প্লাবনে
কখনো ছিলাম না তুমি আর আমি
হয়ে মিষ্টি প্রেমের জুটি।
রিয়া আজ তোমাকে দিলাম ছুটি?
আমি ভাবিনি সেদিন আসবে এইদিন
গ্রাস করিতে সুখ,
আজ দুখের রাহুতে তুমি যে অপশক্তি হলে
আমার আমিতে উৎসুক।
আজ কিনে নিলাম ভুবন থেকে
সর্ব বিষাদের জুয়ার
আক্ষেপে গড়া খুঁটি,
রিয়া আজ সময়ের তালে জিবনের জালে
নিজেকে মুড়িয়ে আত্মা পুড়িয়ে অতঃপর
তোমাকে দিলাম ছুটি।
রিয়া তুমি এই অবেলায় পরন্ত বৈকালে
আমার তটে আর আসবে না জানি
বিশ্বাসভঙ্গে তা আজকে মানি!
হস্তে নিয়ে ব্যর্থতার ঐ গ্লানি,
তবু রিয়া তুমি আর আসবে না জানি।
তাই আজকে আমি জনতার তটে
লাগামছাড়া ঘোড়া,
অপমানে অভিমানে হয়ে বোড়া
তবু জ্ঞান মেলেনি আজও তুরা।
তবে বিধাতার লিখনে কি কখনো
জাগবে না প্রেম হয়ে
তোমার আমার জুটি,
আজি সতত আরধনায় মগ্ন সাধনায়
রিয়া তোমাকে দিয়েই দিলাম ছুটি।
...... মুহাম্মদ জে.এইচ রপ্পি......