* ভাঙ্গা ইটের প্রস্তরের ভগ্নস্তূপে ঢাকা আছে
        আমার সেই ব্যর্থ মনস্কাম,
মানবে উপহাস করে অর্ধদণ্ড অবহেলা দিলো
        লুপ্ত স্মৃতির ঘৃণ্য অপমান।
নির্ধীদ্বায় সেদিন ওরা ভেবেছিলো হয়তো
    আশ্চর্য, আমি এই বাংলার নয়তো
     বুঝি এক ভীনদেশী আগন্তুক!
        এই জন্মভূমির হিতে,
সুখে দুখে বাংলার সবুজের বুকে
আমার মত এরাও ছিল বাংলার সন্তান,
     তবু চেয়েছিল তারা আমায়
         পথ ভুলাইয়া দিতে।
উচ্চকূলে জন্ম বলে গো তোমাদের
আমায় দিয়ে গেছো ক্যাবল তিরস্কার,
অহংকারের পঞ্জভূতে রহে ব্যবধানে
       স্বর্গমর্ত্যে একটি প্রাণ,                  
তা কাঁদায়ে তোমরা তবে পেয়েছো কি
শান্তি মহলে কোন সম্মাননায় পুরস্কার?
আমি তখনও ছিলাম বাংলার মাঠে
এখনও আছি এই সবুজের পরিপাটে
    ছুঁড়ে পেলে নৈরাশপূরিত ভবে,
আজকে আমি আবার ওঠেছি জেগে
        নতুনের পথচলায়,
ভালবাসায় দখল করিবো বলে নিজ স্থান
      উজ্জ্বল নক্ষত্রের আলোয়            
           রয়ে চিরকাল,                    
      তোমাদের অনুভবে।                    
পৃথক পৃথক নহে মনন্বত্ত্বরে          
   ভালবাসার সিক্ততায় গড়িতে                  
শৃঙ্খলে উচু নিচু সমান অবস্থাণ।
  
  - মুহাম্মদ জে.এইচ (রপ্পি) -
    তারিখ:-২৬/১২/১৭ইং।