* পাওয়াতেই কি আছে তৃপ্তি শুধু
    বিস্তৃত,প্রেমের ঢেউ দোলায়,        
    সুঘ্রাণে, চাওয়াতেই যে দৃপ্তি মধু  
    ভালবাসার পরশ ভুলাই।          
    তোমার দৃষ্টি, কূল ভেঙ্গেছে              
    জানিয়ে হৃদয় অবসর,                
    আমার প্রেমের সৃষ্টি, বাদল বায়ে          
    এক ব্যথার বালুচর।              
    হাতছানি দিয়ে যাই যে রিয়া              
    অমর প্রেমের বাণী,                  
    জানি,রাত পোহাবে কল্পনাতে                
    তবু তুমি আমার রাণী।                  
    আজ ওঠিয়াছে জেগে মরণ খেলা        
    কাঁদন রোলে অবহেলা।            
    কম্পিত বেদন সুর,                  
    রিয়া,তোমার হাতে ভোরের রাতে          
    সন্ধি কতদূর?                    
    জানি,তোমায় নিয়ে কানাকানি              
    চলে লোক সমাজের মুখে,              
    মানি,তুমি আমার মনের রাণী                
    চাই না থাকো দূখে।                
    রিয়া তোমার সুখে আমার হাসি
    বলবো,জনম জনম ভালবাসি              
    তাই তোমায় রেখেছি বুকে,              
    রিয়া তোমার সুখে,আমার হাসি          
    দেখুক হাজার লোকে।                
    তাই নীরব মনে ও রেখেছি তোমায়        
    আদৌ পাথর জমাট বুকে।              


    - মুহাম্মদ জে.এইচ (রপ্পি)                  
   স্থান :-সফররত এলাকা,ফরিদপুর।  
      তারিখ:- ০৮/১২/২০১৭ইং