আকাশ মেঘলা,উদাসী বাতায়নে,দুরন্তপনায়
         মেয়ের,রেশম কালো কেশ,
          এলোমেলো হয়ে দুলছে,
      আহা,কি অপূর্ব লাগছে,দেখতে
পাখির গান,নির্জন কোলাহল,আর মেয়ের রূপ
                  অন্যদিকে,
           সাগরের উত্তাল ঢেউ,
             তীব্র হয়ে ফুলছে।
আকাশ মেঘলা,উদাসী বাতায়নে,দুরন্তপনায়
        মেয়ের রেশম কালো কেশ,
        এলোমেলো হয়ে দুলছে।
কবির মন বলছে দেখো,ভালোবাসি,ভালোবাসি
         মেয়ে,বলতে তোমাকে!
মেয়ে,তোমার হৃদয়ের মনিকোঠায় কি,আমি আছি
     তুমি,ভালোবাসো কি আমাকে?
তোমার চোখের চাহনি,আর,উষ্ণ ঠোঁটের হাসিতে
      উৎফুল্ল হয়ে,আমার মন নাচে,
লাজ,লজ্জা আর ভয়ের দরজা,লাগিয়ে
              একটু,একটু করে,
মেয়ে, কখন জানি চলে এলেম,তোমার
              হৃদয়ের ঐ কাছে!
তোমার চোখের চাহনি,আর উষ্ণ ঠোঁটের হাসিতে
      উৎফুল্ল হয়ে,আমার মন নাচে।
সেদিন থেকেই,তুমি আমার,আমি তোমার
          খুব,কাছাকাছি আছি,
মেয়ে,তোমার প্রেমে মুগ্ধ হয়ে বলি,স্রষ্টার তরে
      যুগে,যুগে,দু'জনে যেনো,এক হয়ে
              সম্মান  নিয়ে বাঁচি।
এখনও আকাশ মেঘলা হয়,আগের মতন
     মেয়ে,আমি তোমার কাছেই আছি!
যুগে,যুগে,দু'জনে যেনো,এক হয়ে,এভাবেই
              সম্মান নিয়ে বাঁচি।