আমি এক ক্লান্ত প্রথিক,হেটে চলেছি বহুদূর
এখনও অনেক পথ বাকী,কানন,গিরি,সমুদ্দুর
কখনও পিছপা হব না,হব না কভু,বিচলিত
সত্যের জয় প্রকাশ পায়,তা যুগে যুগে প্রচলিত।
আমি এক ক্লান্ত প্রথিক,হেটে চলেছি,
আরও হেটে যাবো,দূর হতে বহুদূর
উড়ন্ত পাখিদের মতো
দিগন্ত,অসীম আকাশের সীমানায়,
মন মাতানো ছন্দে,এক অচিন পুর,
আমি এক ক্লান্ত প্রথিক,হেটে চলেছি বহুদূর।
রাত্রি যখন নিঝুঁম হয়,
তখনও পৃথিবীর পথে,অগ্রসর
নয়া দিগন্তের এক রবি,
ভবঘুরে,আমি ছন্নছাড়া,অসফল
এক বিমূঢ় স্বভাবের কবি।
তবু আমি মন খুলে হাসি
কষ্টকে আড়াল করে আরও বেশী
লিখতে ভালোবাসি।
আমি, প্রাণ খুলে হাসতে চাই,
মানুষের মাঝে মহত্ব নিয়ে
আরও অনেকদিন বাঁচতে চাই
হে'আমার কলমের কালি,
তুমিই আমার অনুপ্রেরণা,বৃহৎ এক শক্তি
তোমার মাঝেই খুজে পাই, স্রষ্টাকে
তিনিই চির মহান,তাইতো করি ভক্তি
হে'আমার কলমের কালি,
তুমিই আমার অনুপ্রেরণা,বৃহৎ এক শক্তি।