* বালিকা,এই নাও সদ্য ফুটন্ত এনেছি গোলাপ
  পুষ্প ঘ্রাণে মনোরঞ্জিত প্রেম
  কোমল হৃদয়ে তোমাকে দিলাম!
  সকালের শিশির ভেঁজা স্পর্শ শিহরনের
  অনুভূতি,
  তা তোমাকে দিলাম।
  নদীর স্রোতে ভাসমান লাল পদ্ম
  তা ও তোমাকে দিলাম।
  শুধু তোমার অনুভূতির,ভালোবাসাযুক্ত
  রোমাঞ্চকর,প্রেমটা আমি চাই!
  আমি চাই, তোমার হাসি মুখে উপচে পড়া
  জোছনায় গা ভাসাতে,
  আমি চাই,তোমার হৃদয়ের খেলাঘরে
  অনন্তহীন ইচ্ছা হয়ে,
  উন্মদনায় সন্ধি সাজাতে।
  আমি চাই,তোমার ভেতর বাহিরে উদ্দামহীন
  সামন্যতম,প্রতিভার কবি হতে।
  আজ আমার উৎসাহে পরেছে ভাটা
  বালিকা,তুমি কি আমার গৌরবের মালা হবে?
  এক ফালি আশ্বাস ঢেলে,আমার মনন্বতরে।
  বালিকা আজ শান্ত প্রকৃতির বসন্ত বন্ধনা
  তোমাকে দিলাম।
  কোকিলের গান ফাগুনের মুহু তান
  তোমাকে দিলাম।
  আমার আয়ুহীন জীবনের সবটুকু সময়
  তোমাকে দিলাম।
  রিয়া এর বিনীময়ে তোমার ব্যাপক উৎসাহ
  আর ভালবাসাটা আমি চাই।
  রিয়া তুমি আমাকে বারবার
  হতাশ করেই চলবে শূন্যতার ঝরা পথে?
  রিয়া একজীবনে আমি তোমাকেই চাই!
  আমার কোলে তপ্তশ্বাঃস মাখা প্রাণে,
  তুমি আসবে কি কোন একদিন
  আমার এই কথাটা ভেবে যে
  শুধু আমার আমিতে তুমি হতে?