ও রূপসী তোমার প্রেমেতে ডুবিয়া
মনটা কাঁদে আমার                                        
তুমি একটা কথা কও,              
আমি ঘুরে ফিরে,শুধু তোমার কাছেই      
তবু তুমি কি আমার নও?              
আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ দিয়ে                
স্বপ্ন করিলাম শুরু,                    
তুমি কি আমাকে ভালোই বাসোনি      
আজও বললে না ধূরু!              
আমি পাগল সেজে পাগলামিতে          
প্রেমের জমালাম আসর,                  
তুমি রক্তক্ষয়ে,শুধুই অভিনয়ে          
অন্যের বাধঁলে বাসর।                  
আজিকে আমি হেলায় ফেলায়
অবহেলায়,ভালবাসাটা ছাড়ি                  
তাই বলে কি তোমায় আমি            
স্বার্থপর বলতে পাড়ি ?                
তুমি যে আমার প্রথম প্রেমে ছিলে
পবিত্রতার রেষ,                        
ও রূপসী সাধন ছাড়িয়ে,বাঁধন হারিয়ে    
আজ আমি বেঁচে থেকে ও এখন      
তিলে তিলে হচ্ছি শেষ।
তাই বলে কি তোমায় আমি            
স্বার্থপর বলতে পাড়ি ?