* তুমি নেই, তুমি নেই, তুমি নেই
   আজ,আমার কোলের পাশে হিয়ার মাঝে
   সন্ধি খেলায় তুমি নেই,
   আজ, আমার ক্ষুদ্র জীবন সামলাতে
   মোর আঙিনায় তুমি নেই।
   আজ, আমার নীলাভ চোখের জল মুছে দিতে
   স্পর্শ কাতরে তুমি নেই,
   তুমি নেই, তুমি নেই, তুমি নেই
   আজ,আমার আঁধার কুঠিরে আলো জ্বালাতে
   নিজ একান্তে তুমি নেই!
   আজ,আমার দেহ মাঝে প্রেমো খেলায়
   আলিঙ্গন শিহরনে তুমি নেই,
   আমার ভালবাসার নীলিমার জোছনা হতে
   মোর আকাশে তুমি নেই,
   বাস্তবতা বড় ক্লান্তিকর জীবনে
   প্রতিনিয়তই,শূন্যতা কাজ করে যাই!
   শুধু অনুভবে,তুমি নেই,তুমি নেই,তুমি নেই
   মোটকথা আমার অস্তিত্বেই তুমি নেই,
   থাকবে কি করে
   তুমি ত আমায় ভালোই বাসোনি জীবনে?


      
---------------**--------------