- কতকাল,কতযুগ ধরে লাল বর্ণ আলোর সিগনাল                                  
  আমাকে গিলে গিলে খাচ্ছে সহাস্যমুখে
        দিশেহারা আর হতাশার        
       বুদবুদের ডুবন্ত নৈরাজ্যে!
চন্দ্রালোকের গুঞ্জার মালা পড়ে দিব্যি
       ব্যাধির আদিম সজ্জাকরণে        
      কার্পাশের ফল পাপ অনার্যে।        
নিসর্গের গ্রন্থ থেকে অস্থায়ী কিছু সুখ
          নির্বিঘ্নে হয়ে যায়,          
ফোঁসফোঁসে সাপের বিষাক্ত ফণা        
নির্মম শিকারে প্রতিবাদের একমুষ্টি    
         বিপ্লবের বালি কণা।              
সুতীব্র চুম্বনে জাগ্রত সৃষ্টি করে চেতনায়
           কবিতার স্বরলিপি,                
তুচ্ছ ভূষণে প্রতিভা আসে                  
আমি কাব্যের খনিতে, উপযুক্ত বনিতে
           অমৃতে সিক্ত                      
          খোদার নাম যপি।                    
সেই আমি ৯২ এ বিখ্যাত দেশে            
   চির ধন্য বাংলায় গা ঘেষে                
        জন্ম করিলাম গ্রহন,        
অপারগতার ব্যথা নিয়ে মানবিক পাশা খেলায়                                      
     চৈত্রের চিতায় জ্বালিয়ে মৌন      
            অগ্নিতপ্ত সহন।                  
আমি কখনো অপূর্ণতায় প্লাবিত হই প্রচেষ্টায়
         ছেড়ে দিয়ে নিঃশ্বাস,                
আমি এখনো স্লোগানে স্লোগানে চেতনা ঢালি                                          
         বুকে নিয়ে একগুচ্ছ.                
       শুধুই ভালবাসার বিশ্বাস।