* আজ মুখরিত সুন্দর ভুবনের দৃশ্যে
   মোর হৃদয় দুলে আনমনে,
   প্রফুল্ল মন জানি না কি যে চাই?
   এদিক" খুঁজি "ওদিক" যাই
   যা খুঁজি তা কোথা পাই,
   তা হেথা নাই, সেথা নাই আছে কি?
   তবে তারে আজি পেতে চাই।
   গুন গুনে গান গাই,
   চাঁদমুখ কণ্ঠে,মধূ সুর গান তার
   তারে চাই,তারে চাই।
   তারে প্রেম দিয়ে পেতে চাই
   আর ভালবাসা নিতে চাই।
   বলো তারে কোথা পাই?
   সে তো নেহি মোর হৃদয়ে
   বসন্তের ভানু উদয়ে
   গাছে নাচে বুলবুল,ভালবাসায় মশগুল
   তারে পেতে এক চুল,তেলে মারি ডাণ্ডা
   আহা রে আবেগে হৃদয় হলো,অগ্নিতপ্ত
   এখন করে দিবে কে ঠাণ্ডা?                
   আজ ভালবাসার মশগুলে
   খুঁজে চলি,
   শীতলতায় আইসল্যান্ড,                  
   চঞ্চল হৃদয়ে অগ্নিতপ্ত ভুলিয়ে দিতে
   কোমলতায় পার্লামেন্ট!                    
   আহা রে সুখ শান্তি লয়ে                      
   জগতে তাহারে খুঁজে চলা            
   ভালবাসার মশগুলে                              
   মুহূর্তে এলো বুঝি প্রেম          
অনুভবে শিহরিত যেন,চিরচেনাএক এসিস্ট্যান্ট।


      
       তারিখ :- ২৫/১২/১৭ইং।