* খুলে দিয়ে মনের দখিণা দ্বার        
       শুল্কসন্ধ্যা চৈত্রমাসে,            
মধুমাসের মধু মিলনে বাসন্তীরং এ        
     কবির মনে প্রেম আসে।              
একলা দাঁড়ায়ে বকুল তলায়            
    বাতাসে জড়িয়ে লাল শাড়ি,          
প্রভাতী মেঘে বায়না ধরে জানতে              
     মেয়ে তোমার কোথায় বাড়ি।        
জানতে চাইলে সবুজ বন                
    বলবে তখন কবির মন            
      ভালবাসি রাশি রাশি                
   মেয়ের রেশম কালো চুল,              
তখন সবুজের বন দিবে উপমা    
    ভালবাসায় নেই কো ভুল।            
সোনায় সোহাগা মেয়ের রূপ            
      কাজল বরণ আঁখি,                    
সুরের দানে মান অভিমানে                
     তুমি যে আমার পাখি।                
হাজার বছরের স্বর্ণালী প্রেম              
       কাচের চুড়ি যেচে,                      
প্রেমিক পুরুষ তা আনিতো কিনে      
      প্রেমিকা নিতো নেচে।                
তেমনি হওয়া চাই মেয়ের প্রেম        
      জড়িয়ে কবির কোল,              
তখন,আহ্লাদে প্রাণ ধরিবে যে গান        
     ভালবাসার নেই কো ভুল।                            


    - মুহাম্মদ জে.এইচ (রপ্পি) -