* সেই মেয়েটার মন,পুষ্পিত বারান্দা
   আমি তাতে,হুট করে আসি,
   তারপর সুরভিত,প্রেম আয়োজন
   আমি ভুল করে,ভালবাসি।
   মায়াবিনী চোখ তার,ঢাকা আভরনে
   চঞ্চল,মন মাতা,অঞ্চল,
   রূপে লাবণ্যময়ী,বিশ্বাসে স্বপ্নজয়ী
   হৃদয়ে আসক্তি,বিষে ছল।
   আমার অভিলাষী মন,নিত্য আলোক
   তাই বারবার,ছুটে আসি,
   মেয়েকে বুঝাতে,প্রথম দেখায় প্রেম
   আর আমি থাকে,ভালবাসি।
   আজ কোথায় লুকালো,হারানো সময়
   মেয়ের দেওয়া অবহেলা,
   কোথায় হারালো,সেই মেয়েটার হাসি
   মন,নিয়ে গোল্লাছুট খেলা।
   আমি ভুল করে ভালবাসি,তারপর
   কষ্ট দিল সেই রূপবতী,
   নীরবতায় আমার,একলা জীবন
   মেয়ে ভাবুক,আমার ক্ষতি।
   আমি ভুল করে,বারবার ভালবাসি
   সেই বিষ নাগিনীর মন,
   মেয়ের কি এসে যাই, রক্তের ফোটায়
   তার পছন্দ নেই যখন।
   আমিই ভুল করে,বড্ড পাগল,হাসি।